মালদা

নেতা,কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো ও গ্রেপ্তারের প্রতিবাদে, ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল জেলা বিজেপি

বিজেপি নেতা ও কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো ও গ্রেপ্তারের প্রতিবাদে মালদার ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ জেলা বিজেপির। বিজেপির নেতৃত্বের অভিযোগ নির্বাচন পরবর্তী জেলার বিভিন্ন প্রান্তে হরিশ্চন্দ্রপুর বামনগোলা গাজোল হবিবপুর এলাকায় বিজেপি নেতা-কর্মীদের পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে হেনস্থা করচ্ছে। শুক্রবার মালদা ইংলিশবাজারের নরহাট্ট এলাকায় সুনীল চৌধুরী ও সীতারাম চৌধুরী নামে দুই বিজেপি কর্মীকে পুলিশ মিথ্যে মামলায় গ্রেপ্তার করেছে। এরই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ।

এই ঘটনায় এলাকার এক মহিলা অনিমা চৌধুরী বলেন, তৃণমূল একের পর এক সন্ত্রাস এলাকায় চালিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশকে জানিয়েও কোন ব্যবস্থা নিচ্ছে না। তৃণমূলের এই সমস্ত অপরাধে উল্টে পুলিশ বিজেপি কর্মীদের তুলে নিয়ে যাচ্ছে। তাই তাদের দাবী পুলিশ তাদের কর্মীদের প্রতি কি বিচার করছে তা জান্তেই তারা এদিন থানা ঘেড়াও করেছেন।

এদিকে এই ঘটনায় বিজেপি নেতা মানবেন্দ্র চক্রবর্তী অভিযোগ করে বলেন, গোটা মালদা জেলা জুড়ে তৃণমূলের অ্যাক্টিং জেলা সভাপতি হিসেবে পুলিশ সুপার গোটা জেলার বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। কিন্তু তৃণমূলের যারা সন্ত্রাসবাদী তাদের পুলিশ গ্রেপ্তার করতে সাহস পাচ্ছে না। তবে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। তৃণমূলের চুরি তৃণমূলের সন্ত্রাস দেখে মানুষ বিজেপিকে বিকল্প হিসেবে ভোট দিয়েছে। এতে মানুষ ভাববে আগামী দিনে তারা কি করবে। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/q8lZByGIIQI